November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 8:01 pm

ফেসবুক-টুইটার-টিকটককে জরিমানা করল রাশিয়া

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিষিদ্ধ কনটেন্ট না সরানোর অভিযোগে টুইটার ও ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা ও টিকটককে জরিমানা করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার মস্কোর তাগানস্কি জেলা আদালত এ জরিমানা করা হয়। সম্প্রতি বিজনেস স্টান্ডার্ডের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আদালত জানিয়েছেন যে, নিষিদ্ধ কনটেন্ট না সরানোর অভিযোগে মেটা প্লাটফর্ম তিনটি পৃথক প্রশাসনিক মামলায় ১৩ মিলিয়ন রুবল (১৭৬,৯২৬ ডলার) জরিমানা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার জন্য টুইটারকে ১০ মিলিয়ন রুবল ও টিকটককে ৪ মিলিয়ন রুবল জরিমানা করা হয়েছে। মস্কোর আদালত বলেছে, এটি বিদেশি প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে শাস্তির একটি নতুন রূপ।
মূলত, রুশ সরকার অবৈধ বলে বিবেচনা করছে এমন কনটেন্ট মোছার নির্দেশ দিলেও কথা শোনেনি মেটা। এ জন্যই জরিমানা গুনতে হচ্ছে কোম্পানিটিকে। এর আগেও গুগল, টুইটার, ফেসবুকসহ বিদেশি টেক জায়ান্টদের দফায় দফায় জরিমানা করেছে দেশটি। রুশ সরকারের কাছে অবৈধ বলে বিবেচিত কনটেন্ট না মোছায় প্রায়ই ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করেনি মেটা তথা ফেসবুক কর্তৃপক্ষ।