অনলাইন ডেস্ক :
সাইক্রিয়াটিস্ট অর্ক রহমানকে গ্রেপ্তার করা হলো স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিলো অর্ক। এদিকে অর্কর মামা দাবি করলেন-কোন চাপে পড়ে বাধ্য হয়ে অর্ক খুনের অপবাদ নিজের কাঁধে নিয়েছে। মামলা চলে গেলো আদালতে। অর্কর পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস যে অর্ক খুনটা করেনি। সাহায্যের আশায় বর্ষা গিয়ে শরণাপন্ন হলো অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার এডিসি সাইফ হাসানের। পুলিশ ভাবতেও পারেনা এটা অর্ক রহমানের পরিকল্পনারই অংশ। অর্ক রহমানের সেই পরিকল্পিত ফাঁদে পা দিয়ে গোয়েন্দা কর্মকর্তা সাইফ হাসান তাকে আইনের কাছে নির্দোষ প্রমাণ করে। সাইফ হাসান যখন বুঝতে পারে, পুরো বিষয়টাই ছিল অর্ক আর বর্ষার পরিকল্পনা, ততোক্ষণে খুনের আসামি অর্ক রহমান ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। পরিচালক মোহাম্মদ আলী মুন্না জানান, অপলাপ মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, তেমনি সন্দেহ, ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতীকতার ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যতœশীল হতে পারে। নাজিম উদ দৌলার রচনায় অপলাপ ফিল্মে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুণ আক্তার, প্রিয়ন্তী উর্বী। গুগল প্লে থেকে দীপ্তপ্লে অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোন বা স্মার্ট টিভিতে দেখা যাবে দীপ্ত প্লে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ