April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 18th, 2022, 8:01 pm

ফ্রান্সজুড়ে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে সাধারণ ধর্মঘট

অনলাইন ডেস্ক :

ফ্রান্সে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফ্রান্সের ট্রেড ইউনিয়ন। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবারের (১৮ অক্টোবর) এই ধর্মঘটে প্রাথমিকভাবে স্কুল ও পরিবহনসহ দেশটির সরকারি খাতগুলোতে প্রভাব পড়ে। ফ্রান্সের তেল শোধনাগারগুলোর কর্মীরা উচ্চ মজুরির দাবিতে কয়েক সপ্তাহ ধরে ধর্মঘট পালন করছে। এবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশজুড়ে। শ্রমিক ধর্মঘটে ফ্রান্সের প্রধান তেল শোধনাগারগুলোর কার্যক্রম বিঘ্নত হচ্ছে। সেই সঙ্গে পেট্রল পাম্পগুলোতে সরবরাহে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর ইমানুয়েল ম্যাখোঁ এবার কঠিন এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ফ্রান্সের অন্যতম প্রধান শ্রমিক সংগঠন সিজিটি সে দেশের বহুজাতিক জ¦ালানি ও পেট্রলিয়াম কোম্পানি টোটালএনার্জিসে চতুর্থ সপ্তাহের মতো ধর্মঘট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সূত্র: রয়টার্স।