ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়া এলিজাবেথ বর্নিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ বছরের মধ্যে দেশটির প্রথম নারী হিসেবে এই পদে অধিষ্ঠিত হওয়ার গৌরব অর্জন করেছেন এলিজাবেথ বর্নি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি অভিনন্দন পত্রে নতুন ফরাসি প্রতিপক্ষের প্রতি তার আস্থা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসাবে আপনার অভিজ্ঞতা দায়িত্বগুলো কার্যকরভাবে পালনে আপনাকে সহায়তা করবে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের অংশীদারিত্বের বিষয়বস্তুকে আরও বৈচিত্র্যময় করতে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি নতুন ফরাসি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য এবং ফরাসি প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র