অনলাইন ডেস্ক :
নির্বাচনী প্রচারণা শেষে ফ্রান্সের মধ্যপন্থী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং চরম ডানপন্থী মেরিন লে পেন রবিবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবিসি জানিয়েছে, ফরাসি ভোটাররা রবিবার ভোটে আগামী পাঁচ বছরের জন্য ফ্রান্সের নেতৃত্ব কে দেবেন তা নির্ধারণ করবেন।
জরিপ বলছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রেসিডেন্টের প্রয়োজনীয় ২৮৯টি আসনে জয়ী হওয়ার ক্ষেত্রে ডানপন্থী প্রার্থী মারিন ল পেনের দিক থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকবে।
২৮৯টি আসনের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে অবসরের বয়স বাড়ানো, কর কমানো এবং সংস্কার সুবিধাসহ বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে ম্যাক্রোঁকে অন্যান্য দলের সমর্থন পেতে হবে।
এর আগে প্রথম ধাপে বিপুল ভোটে জয়ী হয়েছেন ম্যাক্রোঁ।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২