November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 23rd, 2022, 8:00 pm

ফ্রান্স শিবিরে ইনজুরির হানা

অনলাইন ডেস্ক :

ইনজুরি যেন পিছু ছাড়ছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। আসর শুরু হবার আগে দলের মূল তারকা সদ্য ব্যালন ডি’অর বিজয়ী করিম বেনজেমাকে হারিয়েছে ফরাসিরা। এবার হাঁটুর ইনজুরিতে পড়ে পুরো বিশ^কাপ থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মঙ্গলবার প্রথম ম্যাচে ইনজুরি আক্রান্ত হন হার্নান্দেজ। গত মঙ্গলবার ৪-১ গোলের জয়ের ম্যাচটিতে বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার বাম হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পরে মাঠত্যাগে বাধ্য হন। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে বিশ^কাপে আর মাঠে নামা হচ্ছেনা হার্নান্দেজের। এর আগে ২০১৮ বিশ^কাপ জয়ী দলের তিন গুরুত্বপূর্ণ সদস্যা পল পগবা, এন’গোলে কান্তে ও প্রিসনেল কিম্পেম্বেও ইনজুরির কারণে কাতারের আসর থেকে বাদ পড়েছেন। কোচ দিদিয়ের দেশ্যমকে এখন নতুন করে দল সাজানো নিয়ে ভাবতে হচ্ছে। এই মুহূর্তে তার দলে রয়েছেন ২৪ জন খেলোয়াড়। বেনজেমার অনুপস্থিতিতে নতুন করে কাউকে দলে ডাকেননি দেশ্যম। এক বিবৃতিতে ফরাসি কোচ বলেছেন, ‘পুরো দলের মত আমি লুকাসের জন্য সত্যিই অনেক বেশী হতাশ। আমরা একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারালাম। লুকাস একজন যোদ্ধা। আমি নিশ্চিত পরিপূর্ণ ফিটনেস ফিরে পাবার জন্য সম্ভাব্য সব কিছুই সে করবে।’ ফ্রান্সের অধিনায়ক হুগো লোরিস বলেছেন, ‘সত্যিকার অর্থে এসব ঘটনা অনেক সময় মেনে নেয়া কঠিন। আমরা তাৎক্ষনিক ভাবেই বুঝে গিয়েছিলাম ইনজুরিটা গুরুতর। এটা আমাদের দলের জন্য নতুন এক দু:সংবাদ। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এর ফলে আমরা আরো বেশী শক্তিশালী হয়ে মাঠে নামবো।’ ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে পরপর দুই বিশ^কাপ আসরে শিরোপা ধরে রাখার সুযোগ এখন ফ্রান্সের সামনে। সেই লক্ষ্যে গত মঙ্গলবার সকারুজদের বিপক্ষে পিছিয় থেকেও ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দেশ্যমের দল। অলিভার গিরুদ জোড়া গোল করে থিয়েরি অঁরির সাথে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান স্পশর্শ করেছেন। এই দুজনের গোলসংখ্যা এখন ৫১। গিরুদ ছাড়াও স্কোরশিটে নাম লিখিয়েছেন আদ্রিয়েন রাবোয়িত ও কিলিয়ান এমবাপ্পে।