April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 20th, 2022, 8:16 pm

বক্সিংয়ে নেপালের প্রতিযোগীকে হারিয়ে সেরা বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো দেশে পেশাদার বক্সিংয়ের ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। পেশাদার যুগে প্রবেশের ক্ষণটা রাঙিয়ে রাখার উপলক্ষও এলো আল আমিনের হাত ধরে। নেপালের প্রতিযোগীকে হারিয়ে ওয়েল্টারওয়েট ক্যাটাগরিতে সেরা হয়েছেন বাংলাদেশের এই বক্সার। পেশাদার এই বক্সিং আসরের নাম দেওয়া হয়েছে সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট দ্য আল্টিমেট গ্লোরি। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত বৃহস্পতিবার শুরু হয়েছে প্রতিযোগিতাটি। ৬৬ কেজি ওয়েল্টারওয়েটে নেপালের চ্যাম্পিয়ন বক্সার ভারত চাঁদ ও বাংলাদেশের আল আমিন মুখোমুখি হন।

চার রাউন্ডের লড়াইয়ে ভারতকে হারান আল আমিন। গত বাংলাদেশ গেমসে সোনা জেতা এই বক্সার তিন বিচারকের পয়েন্ট পান ৩৯-৩৭, ৪০-৩৬, ৪০-৩৬। এ আসরে বিভিন্ন ক্যাটাগরিতে ভারতের হর্ষ গিল, নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদ, ভারত চাঁদ, বাংলাদেশের সুর কৃষ্ণ চাকমা, মোহাম্মদ আল আমিন, রিয়াজুল মন্ডল, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ তুহিন, উৎসব আহমেদ, মোহাম্মদ আকাশ, আবু তালহা হৃদয়, রিসাতুল মাহমুদ ও হীরা মিয়া অংশ নিচ্ছেন। বক্সিং থেকে সেরা সাফল্য বাংলাদেশ পেয়েছিল ১৯৮৬ সালে, সিউলে দশম এশিয়ান গেমসে। সেবার ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের মোশাররফ হোসেন। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের সেটাই ছিল প্রথম পদক। ৬১ কেজি লাইটওয়েট ইভেন্টে সেরা হয়েছেন বাংলাদেশের সুরকৃষ্ণ চাকমা। দ্বিতীয় রাউন্ডের শুরুতেই অ্যাটাক করতে গিয়ে রিংয়ে পড়ে যান নেপালি বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদ, ফলে নকডাউনের পয়েন্ট পেয়ে যান সুরকৃষ্ণ চাকমা। চার রাউন্ড শেষে তিন বিচারকের কাছ থেকে ৪০-৩৬, ৪০-৩৬, ৩৭-৩৯ পয়েন্ট পেয়ে লড়াই জিতে নেন বাংলাদেশের এই বক্সার।