অনলাইন ডেস্ক :
ডিজনির সুপারহিরো অ্যাডভেঞ্চার ‘এটারনালস’ আমেরিকায় এখন পর্যন্ত আয় করেছে ৭১ মিলিয়ন ডলার। ৫ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি প্রত্যাশার তুলনায় একেবারেই কম আয় করছে। মার্ভেলের ছবি বক্স অফিসে হতাশ করার ইতিহাস খুব একটা নেই। করোনাকালের আগে মুক্তি পাওয়া ২৬টি সিনেমা উত্তর আমেরিকার বক্স অফিসে এক নম্বরে ছিল মুক্তির প্রথম সপ্তাহে। বিশ্বজুড়ে কমবেশি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে প্রতিটি ছবিই। বক্স অফিস বিশেষজ্ঞরা আশা করেছিলেন ‘এটারনালস’ মুক্তির প্রথম দিন দিনে আয় করে নিতে ১০০ মিলিয়ন ডলার। তবে তাদের হতাশ করলো এই ছবি। ‘এটারনালস’-এ প্রথমবারের মতো দেখানো হয়েছে দক্ষিণ এশিয়ান, লাতিনা ও সমকামী সুপারহিরো। সৌদি আরব, কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে মার্ভেল স্টুডিওর এই ছবিটি। সমকামী সম্পর্ক দেখানোর কারণে এই তিন দেশ ছবিটিকে নিষিদ্ধ করেছে। এতে মধ্যপ্রাচ্যের মার্কেটও হারালো ‘এটারনালস।’ বড় বাজেটের তারকাবহুল ‘এটারনালস’-এ অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন, সালমা হায়েক, অ্যাঞ্জেলিনা জোলি, কিট হ্যারিংটন। পৃথিবীতে গোপনে বসবাসকারী এলিয়েন সুপারহিরোদের নিয়ে এই ছবির গল্প। হাজার বছর ধরে তারা পৃথিবীতে বাস করছে। পৃথিবীর মানুষকে বাঁচাতে এক হয়ে কাজ করে তারা। ছবিটি পরিচালনা করেছেন অস্কারজয়ী ক্লোয়ি ঝাও।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ