May 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 7th, 2024, 7:49 pm

বগুড়ায় শাপলা সুপার মার্কেটে আগুনে পুড়েছে ১৫টি দোকান

বগুড়া শহরের শাপলা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি কাপড়েরসহ অন্যান্য দোকান পুড়ে গেছে।

রবিবার ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক।

শাপলা মার্কেটে প্রেস, কম্পিউটার, পোশাক ও সেলাই মেশিনের দোকান রয়েছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৫টি দোকানে দেড় কোটি টাকার বেশি মালামাল ছিল। ঈদের আগে এই আগুনে ব্যবসায়ীরা পথে বসে গেছেন বলে দাবি করছেন তারা।

আগুনে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, ‘আমার দোকানে গার্মেন্টস আইটেম ছিল। আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

আরেক ব্যবসায়ী বলেন, ‘আমার দোকানের একটা সুতাও নাই যেটা দিয়ে কিছু একটা করব। সেলাই মেশিন ছিল সেটিও পুড়ে গেছে। নগদ টাকা এবং কম্পিউটার ছিল সেগুলোও পুড়ে গেছে।’

মঞ্জিল হক বলেন, খবর পেয়েই প্রথমে সদরের ৫টি এবং পরে কাহালুর ২টি ও শাজাহানপুরের ২টি ইউনিট এসে যোগ দেয় । প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। তবে কি কারণে আগুন লেগেছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।

তিনি আরও বলেন, ‘আগুন নেভাতে গিয়ে নুরজাত নামে আমাদের এক সদস্য আহত হয়েছে। তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন।’

—–ইউএনবি