November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 15th, 2022, 8:23 pm

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০)। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের উদ্ধারের পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন বাসযাত্রী মারা যান। সেইসঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত ১০ জন আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয় এবং নিহত দুজনের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটো উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

—ইউএনবি