April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 8:06 pm

বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির দিনব্যাপী আয়োজন

অনলাইন ডেস্ক :

যার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন ভূখন্ড পেয়েছে এ দেশের মানুষ। শোষণের নাগপাশ ছিন্ন করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে নতুন একটি দেশ- বাংলাদেশ। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগামী ১৭ মার্চ বিশ্বনন্দিত এই নেতার জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয়ভাবে ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশেষ দিনটিকে ঘিরে বিভিন্ন আয়োজন থাকছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। স্বাভাবিক অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনে নতুন কিছু অনুষ্ঠান সংযোজন করা হয়েছে। এমনটাই জানালেন রাষ্ট্রীয় এই গণমাধ্যমটির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বিটিভির অনুষ্ঠানসূচিতে বিশেষ কয়েকটি অনুষ্ঠান যুক্ত করা হয়েছে। রয়েছে শিশুতোষ বিশেষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠান ইত্যাদি। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো। আশা করছি আয়োজনগুলো দর্শকেরও ভালো লাগবে।’