November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 17th, 2022, 1:52 pm

বঙ্গবন্ধুর বায়োপিক প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ট্রেলার যদি ভালো না হতো মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না, জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক যতটুকু দেখেছেন তা ভালো লেগেছে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের শিল্পীরা দারুণ অভিনয় করেছে। আর ট্রেলার নিয়ে কিছু কথা উঠলেও মনে রাখতে হবে ট্রেলার প্রেজেন্টেবল না হলে কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় উৎসবে দেখানোর অনুমতি পেত না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিটির ফাইনাল কপি দেখেছেন কিনা এবং ছবিটি কবে মুক্তি পাবে? উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ট্রেলার প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ২৬ মা মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে। তবে এটাও ভেবে দেখুন, ট্রেলার যদি ভালো না হতো মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না। ’ ছবিটির বর্তমান অবস্থা জানালেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন,ছবিটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিলো। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময় ছবিটি দেখানোর চেষ্টা করছি। ’‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ একটি সিনেমা এবং এটাকে সিনেমা হিসেবে দেখারই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিতে দেশের অভিনেতারা দারুণ অভিনয় করেছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন। ’ ‘মুজিব’ ছবিটি নির্মাণ করছেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেতা আরিফিন শুভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে রয়েছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার মুজিবের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।