November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 9th, 2022, 8:02 pm

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ শুরু

অনলাইন ডেস্ক :

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর শুরু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে স্পেলবাউন্ডের পরিচালনায় সারাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে হচ্ছে এই আসর। এক মাসেরও বেশি সময় ধরে চলবে এই প্রতিযোগিতা। আসরের প্রত্যেক ইভেন্টে অংশ নেওয়া প্রথম তিনজন বিজয়ীকে সোনা, রুপা ও ব্রোঞ্জপদক দেওয়া হবে। সবচেয়ে বেশি পদকজয়ী বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়ন ট্রফি। ম্যারাথন ও সাইক্লিং ইভেন্টের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী দিনের খেলা। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজনের যে উদ্যোগ গ্রহণ করেছে, নিঃসন্দেহে ক্রীড়ার উন্নয়নে এটি একটি অনন্য উদ্যোগ। এটি আমাদের শিক্ষার্থীদের মাদকাসক্তি, জঙ্গিবাদ বা অসামাজিক কাজ থেকে দূরে রাখবে।’ অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্য বাস্তবায়নে আমরা এবার শুরু করেছি বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। মোট ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আমি অত্যন্ত অভিভূত।’ এবারের চ্যাম্পিয়নশিপে ফুটবল, ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, সাইক্লিং, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টনসহ ১২টি ডিসপ্লিনে ৭ হাজারেরও বেশি ছেলে ও মেয়ে শিক্ষার্থী অংশ নিচ্ছে।