March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:30 pm

বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টন: মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন উর্মি-স্মৃতি

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র(অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১-’ এ মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার-স্মৃতি রাজবংশী জুটি। ফাইনালে স্বদেশী ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুন জুটিকে ২১-৯,১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন উর্মি-স্মৃতি জুটি। বুধবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে আকিব সোলাইমান-নাসিমা খাতুন জুটি ২১-১৯,২১-১৫ পয়েন্টে মোহাম্মদ সিগবাত উল্লাহ- মোসা. ফারহানা ইসলাম এমু জুটিকে হারান। মিশ্র দ্বৈতের অন্য ম্যাচে স্বদেশী মো.নাজমুল ইসলাম জয়-উর্মি আক্তার জুটি ফাইনালে উঠেছেঝন। রাজীব চন্দ্র দাস- স্মৃতি রাজবংশী জুটিকে ১৮-২১,৯-২১ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জয়-উর্মি জুটি। পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ সেমিফাইনালে মোহাম্মদ সিগবাত উল্লাহ- গৌরব সিংহ জুটি ২১-১৩,২১-১০ পয়েন্টে শাহেদ আহমেদ-মো.সাগর শেখ জুটিকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্য আরেক ম্যাচে মো. নাজমুল ইসলাম জয়-বাবু মো.রাসেল জুটি ১৮-২১,২১-১৬,২১-১৪ পয়েন্টে নিজ দেশের আকিব সোলাইমান-এস.এস.এম সিফাত উল্লাহ জুটিকে হারিয়ে করে আগামীকাল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।