November 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 16th, 2024, 7:52 pm

বঙ্গবন্ধু ট্যানেলে মাইক্রোবাস উল্টে আহত ৮

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি মাইক্রোবাস উল্টে নৌবাহিনীর এক সদস্যসহ আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে টানেলের আনোয়ারা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি (৩৯), মাইক্রোবাসচালক রুবেল (৩০), আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার (২৬), মুন্না (২৫) ও কাঞ্চিম (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন কুয়াশায় চালক মাইক্রোবাসটি সড়ক বিভাজনের ওপর নির্মিত ট্রাফিক বক্সে তুলে দেন। ট্রাফিক বক্সে আঘাত লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পরে টানেল কর্তৃপক্ষ মাইক্রোবাসটি সরিয়ে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য গাজী সৈকতকে পতেঙ্গা বিএনএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিকিউরিটি বক্সে দায়িত্বে থাকা প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, নৌবাহিনীর দুই সদস্যসহ আমরা তিনজনই বক্সে ছিলাম। দুর্ঘটনার পাঁচ মিনিট আগে আমরা দুজন বাইরে বের হয়েছি। হঠাৎ দ্রুতগতির মাইক্রোবাসটি বক্সটিকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। বক্সে থাকা অপরজন গুরুতর আহত হয়েছেন।

—-ইউএনবি