April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 28th, 2021, 7:21 pm

বঙ্গোপসাগরে আটকা পড়া ৭ জেলে উদ্ধার

ফাইল ছবি

বঙ্গোপসাগরে আটকা পড়া সাত জেলেকে উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের সদরদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘এমভি মায়ের দোয়া’ নামে একটি নৌকা ২১ ডিসেম্বর সাত জেলেসহ মাছ ধরতে কক্সবাজার থেকে ছেড়ে যায়।
২৬ ডিসেম্বর রাত ১০টার দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে এটি সোনাদিয়া দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে আটকা পড়ে।
পরের দিন ৬টার দিকে নৌকার মাঝি কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং সহযোগিতা চান।
তাদের ডাকে সাড়া দিয়ে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার নৌকা থেকে সাত জেলেকে উদ্ধার করে। উদ্ধার করা জেলেদের কক্সবাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
তিনি জানান, উদ্ধার করা জেলে ও মাছ ধরার নৌকাটি পরে নৌকার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি