September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 10th, 2024, 7:14 pm

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ, দিনাজপুরে তীব্র লোডশেডিং

দিনাজপুরের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট অচল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আবার কবে উৎপাদন ও সরবরাহ সম্ভব হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৬ মিনিট থেকে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি অচল হয়ে পড়ে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (তত্ত্বাবধায়ক) আবু বকর সিদ্দিক জানান, কেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই নষ্ট। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি ওভার হোলিংয়ের কারণে বন্ধ রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেছে। গত ৭ সেপ্টেম্বর ইউনিটটি চালু করা হয়েছিল।

ওভার হোলিং থাকা ১ নম্বর ইউনিটটি দু-একদিনের মধ্যে চালু হতে পারে বলে জানান প্রধান প্রকৌশলী।

এতে বিদ্যুৎ উৎপাদনসহ জাতীয় গ্রিডে কিছু বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে পড়ায় লোডশেডিংয়ের কবলে পড়েছে দিনাজপুর। বিদ্যুৎ না থাকায় গরমে বিপর্যস্ত অবস্থায় আছে দিনাজপুরবাসী। ব্যাহত হচ্ছে দৈনন্দিন বিদ্যুৎনির্ভর কার্যক্রম। কৃষি ও শিল্প খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নেসকোর রংপুর অঞ্চলের ব্যবস্থাপক শাহজাহান জানান, সরবরাহ ঘাটতির কারণে লোডশেডিং হচ্ছে।

—–ইউএনবি