বরগুনার পাথরঘাটায় থেকে ১০ মণ (৪০০ কেজি) হাঙর মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে হাঙরগুলো জব্দ করে কোস্টগার্ড।
বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি অটোরিকশা থেকে এই হাঙরগুলো জব্দ করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা হাঙরগুলো বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিচাপা দেয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ