বরিশালের বাকেরগঞ্জের কবিরকাঠির কাঠেরপোল এলাকায় বাস ও ট্রলির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কবিরকাঠি এলাকার বাসিন্দা ট্রলির চালক জহিরুল তালুকদারের (২৫), একই এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩)।
বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, সোমবার সকালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলে ট্রলি চালক নিহত হন। এসময় স্থানীয়রা দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আহত বায়েজিদ ও রাকিবকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউদ্দিন মিলন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক