অনলাইন ডেস্ক :
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাটি খনন করার সময় একটি টিনের বাক্সে থ্রি নট থ্রি রাইফেলের এক হাজার ৫৫৪টি গুলি পাওয়া গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে তিন ফুট মাটির নিচে শ্রমিকরা গুলিগুলো পান। পরে পুলিশের কাছে এগুলো হস্তান্তর করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের। গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জন্য কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছ থেকে জমি কেনে উপজেলা প্রশাসন। ওই জমিতে ঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে শ্রমিকরা গুলিগুলো পান। তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় ওই বাড়িতে শান্তি কমিটির ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে তারা পালানোর সময় এগুলো ফেলে গেছেন। মাটি খোঁড়ার সময় স্থানীয় শ্রমিকরা এগুলো পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খবর দেন। পরে ইউএনও আবুল হাশেম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো জব্দের নির্দেশ দেন। শ্রমিকরা জানান, টিনের বাক্সের মধ্যে কাপড় দিয়ে গুলিগুলো মোড়ানো ছিল। তবে দীর্ঘদিন মাটির নিচে থাকায় বাক্সটি নস্ট হয়ে গেছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গুলিগুলোতে মরিচা পড়ে গেছে। এগুলো থ্রি নট থ্রি রাইফেলের গুলি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গুলি জব্দের সময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম, উপপরিদর্শক মিজানুর রহমান মিশু, মিলটন মন্ডল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু প্রমুখ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি