November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 20th, 2023, 7:28 pm

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতভর এ সংঘর্ষে কমপক্ষে ছয় জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, রবিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রথম দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাত ৩টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

আহতেরা হলেন-ম‌হিউ‌দ্দিন আহ‌ম্মেদ সিফাত, তাহ‌মিদ জামান না‌ভিদ, রুম্মান হো‌সেন, আতাউর রা‌ফি, মাহামুদুল হাসান তমাল ও গ‌ণিত বিভা‌গের আ‌বিদ হো‌সেন।

অন্যদিকে, সংঘর্ষের ঘটনাকে হামলা দাবি করে জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খ‌নি‌বিদ‌্যা বিভা‌গের ছাত্র আল সামাদ শান্ত ও আইন বিভা‌গের মাহামুদুল হাসান তমাল গ্রু‌পের সঙ্গে আধিপত‌্য বিস্তার নি‌য়ে ২০১৮-১৯ শিক্ষাব‌র্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভা‌গের ছাত্র আতাউর রা‌ফি ও বাংলা বিভা‌গের তাহ‌মিদ হাসান না‌ভিদ গ্রুপের দ্বন্দ্ব চ‌লে আস‌ছি‌লো।

এ‌দের ম‌ধ্যে শান্ত ও তমাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্রলীগ নেতা ম‌হিউ‌দ্দিন আহ‌ম্মেদ সিফা‌তের অনুসারী এবং রা‌ফি ও না‌ভিদ ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লার অনুসারী। সিফাত ও রিয়াজের ম‌ধ্যে কিছু‌দিন পূ‌র্বে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছি‌লো। এ‌তে গুরুতর আহত হ‌য়ে সিফাত হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন দীর্ঘদিন।

সিফাত ক‌্যাম্পা‌সে ফি‌রে পুনরায় তার সমর্থক‌দের দি‌য়ে আ‌ধিপত‌্য বিস্তারেরর চেষ্টা করায় সংঘর্ষ বা‌ধে রিয়াজ মোল্লার অনুসারী রা‌ফি-না‌ভিদ গ্রু‌পের সঙ্গে।

বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্রলীগ নেতা আতাউর রা‌ফি ব‌লেন, দুই থেকে এক দিন আ‌গে রুপাতলী‌তে ব‌হিরাগত‌দের সঙ্গে একটু ঝা‌মেলা হ‌য়ে‌ছি‌লো আমা‌দের। রবিবার এটা মীমাংসার কথা ছি‌লো। ত‌বে ব‌হিরাগতরা দেশিয় অস্ত্র নি‌য়ে রাত ১০টার দি‌কে আমা‌দের ওপর হামলা চালায়। আমা‌দের ওপর দফায় দফায় হামলায় আমাদের তিনজন আহত হ‌য়ে‌ছি। এই হামলায় ব‌হিরাগত‌দের সঙ্গে যোগ দেয় আল সামাদ শান্ত ও মাহামুদুল হাসান তমা‌লের অনুসারীরা।

২০১৮-১৯ ব‌র্ষের হিসাববিজ্ঞান বিভা‌গের ছাত্র ও ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম ব‌লেন, কো‌নো কারণ ছাড়াই আল সামাদ শান্তর নেতৃ‌ত্বে ব‌হিরাগতরা না‌ভিদ, রুম্মান ও আতাউ‌রের ওপর হামলা চালায়। এ‌তে তারা তিনজনই আহত হ‌য়ে‌ছে। আমরা শান্তর বিচার দাবী‌তে ক‌্যাম্পা‌সের সাম‌নে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছি।

এ‌দি‌কে বিষয়‌টি নি‌য়ে আল সামাদ শান্তর সঙ্গে কথা বলার চেষ্টা ক‌রেও তা সম্ভব হয়‌নি। তার মু‌ঠো‌ফো‌নের নম্বর‌টিতে কল ক‌রে বন্ধ পাওয়া গে‌ছে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ববি) প্রক্টর খোর‌শেদ আলম ব‌লেন, আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ৭ম ও ৮ম ব‌্যা‌চের দুই গ্রুপ ছাত্রদের ম‌ধ্যে মারামা‌রি হ‌য়ে‌ছে। তা‌দের‌কে ব‌লে দি‌য়ে‌ছি ক‌্যাম্পা‌সে বিশৃঙ্খলা কর‌লে ক‌ঠোর আইনানুগ ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের অ‌তি‌রিক্ত উপক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ছাত্রলী‌গের দুই গ্রু‌পের ম‌ধ্যে ক‌য়েক দফায় সংঘ‌র্ষের খবর শু‌নে‌ছি। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে শান্ত র‌য়ে‌ছে এবং ঘটনাস্থ‌লে অ‌তি‌রিক্ত পু‌লিশ সদস‌্য মোতায়ন করা হয়েছে।

—-ইউএনবি