April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 3rd, 2022, 8:01 pm

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ, পপুলার চয়েজে তপু বর্মণ

অনলাইন ডেস্ক :

গত বছর অলরাউন্ড নৈপুণ্যে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। যার স্বীকৃতি মিললো কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে। সেখানে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতে নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। নিরপেক্ষ জুরিবোর্ডের বিচারে তিনি পেছনে ফেলেছেন ফুটবলার তপু বর্মণ এবং আরচারি বিশ্বকাপের মিশ্র রিকার্ভ দ্বৈতে রুপা জেতা দিয়া সিদ্দিকীকে। তবে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ফুটবলার তপু বর্মণ। শুক্রবার স্থানীয় পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে এই পুরস্কার। তাতে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস)সহ-সভাপতি মোহাম্মদ হিজিজি, মহাসচিব আমজাদ আজিজ মালিক ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডিরেক্টর, হেড অব অপারেশন্স মালিক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সভাপতি সনৎ বাবলা। এছাড়া পুরস্কার পেয়েছেন উদীয়মান ক্রীড়াবিদ: রিতু আক্তার (অ্যাথলেটিক্স), আলী কাদের হক (জিমন্যাস্টিকস), শরিফুল ইসলাম (ক্রিকেটার)। বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা বডিবিল্ডার: মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন, বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহনুর রহমান সবুজ, বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী, বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন, সেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা, সক্রিয় সংস্থা: দাবা ফেডারেশন, তৃণমূলের সংগঠক: আকবর আলী (কোচ), আমীর বাবু (কোচ, মাদারীপুর), বিশেষ সম্মাননা: আবদুল গাফফার, বর্ষসেরা স্পন্সর: আমরা নেটওয়ার্ক লিমিটেড। পাশাপাশি বিশেষ সংবর্ধনা দেওয়া হয় গত বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলকেও। কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের তারার মেলা বসেছিল অনুষ্ঠান প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদ, গোলাম গাউস, মাসুদ রানা, আরমান মিয়া, জাহিদ হাসান এমিলি, সাবেক ক্রিকেটার এএসএম রাকিবুল হোসেন, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সানোয়ার হোসেন, ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকেট বোর্ডের পরিচালক সাজ্জাদুল আলম ববি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ এ কে সরকার, এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, এসএ গেমসের ফেন্সিংয়ে সোনাজয়ী ফাতেমা মুজিব, সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক তারকা অ্যাথলেট মিউরেল গোমেজ, জাতীয় মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, জাতীয় কাবাডি দলের কোচ আবদুল জলিল, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ক্রীড়াঙ্গনের সাবেক, বর্তমান খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত তৃণমূলের পুরস্কারজয়ী কোচ আকবর আলী ও বিএসপিএর সদস্য উত্তম কুমার মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আকবর আলীর পুরস্কার নিয়েছেন তার হাতে গড়া জাতীয় দলের তারকা ফুটবলার সাবিনা খাতুন ও মাশুরা পারভীন। লেজার শো দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঙ্গীতে মূর্ছনা ছড়িয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। অনুষ্ঠানে ভিনদেশি কোচদের ফ্যাশন শোও মুগ্ধতা ছড়িয়েছে।