প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আরও সবুজ করতে এই বর্ষাকালে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানে যোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্যসহ সবাইকে বর্ষাকালে ফল, কাঠ ও ভেষজ জাতীয় অন্তত তিনটি চারা রোপণের আহ্বান জানান।
বুধবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনকালে এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন,১৯৮৫ সাল থেকে প্রতি বছর তিন মাস ধরে সারাদেশে ব্যাপক হারে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সংশ্লিষ্ট সব সংগঠন।
এ প্রসঙ্গে তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় দেশের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
শেখ হাসিনা বলেন, যারা শহরে থাকেন তারাও তাদের বারান্দায় গাছ লাগাতে পারেন।
তিনি বলেন, কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর নির্দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।
তিনি বলেন, এ লক্ষ্যে সরকার পরিবেশ বিবেচনায় নিয়ে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যেটি নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু ট্রাস্টকে অর্থায়ন করেছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কাজ করছে।
তিনি বলেন, তার সরকার সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই কারণেই জাতিসংঘ ১৯৯৮ সালে ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে।
পরে প্রধানমন্ত্রী চাটিম (এলস্টোনিয়া স্কলারিস), সোফেদা (স্যাপোডিলা) এবং হরিতকি (চেবুলিক মাইরোবালান) চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ষষ্ট জনসংখ্যা ও গৃহায়ন আদমশুমারি ২০২২ এর উদ্বোধন করেন।
—ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম