April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 11th, 2022, 8:19 pm

বলিভিয়ায় গ্রেনেড বিস্ফোরণের পর পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড বিস্ফোরণের পর পদদলিত হয়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এ দুর্ঘটনার কারণ আপাতত জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার হঠাৎ করেই গ্রেনেডের বিস্ফোরণে কেঁপে ওঠে বলিভিয়ার পটোসি শহরের তোমাস ফিরিয়াস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুহূর্তেই আতঙ্কগ্রস্ত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে সবাই। এর মধ্যে পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন। আহত হন অর্ধশতাধিক। আহতদের প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিতে দেখা যায় অন্য শিক্ষার্থীদের। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পটোসি পুলিশ চিফ কর্নেল লিমবৃথ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমরা এখনো জানি না শিক্ষার্থীদের ভেতর থেকে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নাকি বাইরের কেউ। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য ইতোমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। আপাতত আহতদের বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অডিটোরিয়ামে আসন্ন নির্বাচনের জন্য একত্র হয়েছিল। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।