April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 7:21 pm

বল টেম্পারিং নিয়ে মুখ খুললেন বোপারা

অনলাইন ডেস্ক :

চলতি বিপিএলে বল টেম্পারিং কান্ড ঘটিয়ে শাস্তি পেয়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। তাকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা এবং তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। কুমিল্লার ভিক্টোরিয়ানসের বিপক্ষে হারের পর তিনি একটা বল হাতে করে সংবাদ সম্মেলনে এসেছিলেন। কারণ তিনি জানতেন, এ বিষয়েই অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। বোপারার দাবি, তিনি বল টেম্পারিং করেননি। বল হাতে নিয়ে বোপারা ‘নাকল’ বলের গ্রিপ দেখিয়ে বলেন, ‘এখানে একটা ভুল হয়েছে। আমি আসলে নাকল বল করতে যাচ্ছিলাম। নাকল বল করার জন্য গ্রিপ কিন্তু মোটেও সহজ কিছু নয়। এই বলটি করার জন্য আপনাকে গ্রিপটা ঠিকমতো ধরতে হবে। ভেজা বলে নাকলের জন্য গ্রিপ করা আরও কঠিন। বিভিন্নভাবে গ্রিপ করার জায়গা বেছে নিতে হবে আপনাকে, নাহলে নাকল করা যাবে না, নো বল হবে কিংবা বল মাথার ওপর দিয়ে চলে যাবে। আসলে এখানে একটা ভুল হয়েছে। ব্যাপারটা খুবই হতাশাজনক। কী আর করা, এটাই জীবন। ‘উল্লেখ্য, গত সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ে যান সিলেট সানরাইজার্সের অধিনায়ক হিসেবে নামা ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ। পরদিন বিপিএল কমিটি তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে। তবে বোপারা আপিল করার পর শাস্তি কমে যায়। যদিও বল টেম্পারিং আইসিসির আচরণবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধ। এটির সর্বোচ্চ শাস্তি ৬ টেস্ট অথবা ১২ ওয়ানডের নিষেধাজ্ঞা।