অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের বিপক্ষে ব্যাট হাতে জ¦লে উঠতে না পারলেও বল হাতে বিস্ময় উপহার দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় ক্রিকেটে লিগের দ্বিতীয় রাউন্ডে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন বরিশাল বিভাগের হয়ে খেলা স্পিন-অলরাউন্ডার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিনারদের দাপটে চার দিনের ম্যাচে প্রথমদিনেই একবার করে অলআউট হয়েছে দুই দল। টস জিতে ব্যাট করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যা বরিশাল। সর্বোচ্চ ৬০ রান করেন রাফসান আল মাহমুদ। হাসান মুরাদ পাঁচটি, নাঈম হাসান চারটি ও মেহেদী হাসান রানা নেন একটি করে উইকেট। জবাবে আশরাফুল হ্যাটট্রিকসহ ৫ উইকেট ও মনির হোসেন ৫ উইকেট তুলে নিয়ে চট্টগ্রামকে ৮৭ রানে অলআউট করে দেন। আশরাফুল ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে টানা উইকেট পান। একে একে সাজঘরে পাঠানা সাদিকুর রহমান, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসানকে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা