November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 7th, 2023, 8:09 pm

বসুন্ধরা কিংসের মাঠেই সাফের প্রস্তুতি

অনলাইন ডেস্ক :

সাফ চ্যাম্পিয়নশিপের আগে কম্বোডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ জুন বেঙ্গালুরুতে সাফ শুরুর আগে ১৫ জুন কম্বোডিয়ার মাটিতে হবে এই ম্যাচ। তার আগে সাফের প্রস্তুতি ক্যাম্প হবে বাংলাদেশেই। বসুন্ধরা কিংসের মাঠে খেলবে জাতীয় দল। সাফ সামনে রেখেই সর্বশেষ ফিফা উইন্ডোতে সিলেটে দুটি ম্যাচ খেলে হাভিয়ের কাবরেরার দল। সে দুটির প্রথমটিতে জিতলেও র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলটির বিপক্ষে পরের ম্যাচটি হারে বাংলাদেশ।

কম্বোডিয়ার বিপক্ষে গত সেপ্টেম্বরে সর্বশেষ প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতলেও দলটি (১৭৭) এই মুহূর্তে র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১৫ ধাপ এগিয়ে। কম্বোডিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলেই বেঙ্গালুরুর বিমান ধরবেন জামাল ভূইয়ারা। সিলেটে সিশেলসের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দল সৌদি আরবে ক্যাম্প করেছিল। শোনা গিয়েছিল সাফের আগে কাতার যাবেন কাবরেরার শিষ্যরা। তবে ফেডারেশনের এই মুহূর্তে ভিন্ন চিন্তা করছে। গত শনিবার জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ যেমন বলেছেন, ‘প্রতিবেশী দেশে যেহেতু খেলা, কন্ডিশন বিবেচনায় দেশেই তাই প্রস্তুতি নেব আমরা।

তা ছাড়া কম্বোডিয়ায় যেহেতু প্রস্তুতি ম্যাচ খেলব, অন্য কোথাও প্রস্তুতি ক্যাম্প করলে আমাদের যাতায়াতেই আবার অনেক সময় চলে যেতে পারে।’ দেশে সে ক্ষেত্রে বসুন্ধরা কিংস অ্যারেনাকেই অনুশীলন ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছেন তারা। ক্যাম্প শুরু হবে আগামী ৪ জুন থেকে।