April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 1st, 2023, 7:43 pm

বাঁচতে চান শহীদুল হক খান

অনলাইন ডেস্ক :

নন্দিত নির্মাতা শহীদুল হক খান ভালো নেই। আর্থিক অনটন আর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। ক্যানসারে আক্রান্ত এই নির্মাতা চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শহীদুল হক খানের চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা সাহয্য করেন। তিনি লিভার ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা করাতে গিয়ে প্রায় ৪০ লাখ টাকা খরচ করে ফেলেছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা আরও খারাপ হয়েছে কিন্তু এমন অবস্থায় চিকিৎসা করার সামর্থ্য নেই তার। শহিদুল হক খান বলেন, ‘আমি কখনো দু’পয়সার সম্পত্তি করিনি। সব সময় কাজের পেছনে ছুটেছি। মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু আমার এমন অবস্থা হবে এটা কখনো কল্পনাও করিনি। আমি যদি চিকিৎসা করাতে পারি তাহলে সুস্থ হয়ে উঠার সম্ভবনা রয়েছে। কিন্তু চিকিৎসা করানোর সামর্থ্য আমার নেই। প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন তিনি যদি আমার চিকিৎসার জন্য আবার সাহায্য করতেন তবে আমি হয়তো বেঁচে যেতাম। আমি বাঁচতে চাই। আমি আবারও সিনেমা বানাতে চাই।’ ‘ছুটির ফাঁদে’, ‘কলমিলতা’, ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বাংলাদেশে প্যাকেজ নাটকের অন্যতম রূপকার শহিদুল হক খান। ‘ছুটির ফাঁদে’ চলচ্চিত্রে তার লেখা ‘সাগরের সৈকতে কে যেন দূর হতে ডেকে ডেকে যায়’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ১৯৯০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শহিদুল হক খান।