November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 16th, 2021, 8:36 pm

বাংলাদেশকে বড় করে দেখছেন না স্কটল্যান্ড কোচ

অনলাইন ডেস্ক :

রোববার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম অবশ্য স্কটল্যান্ড। বিশ্বকাপ ম্যাচের আগে প্রতিপক্ষদের নিয়ে কথা বলেছেন স্কটল্যান্ড কোচ শেন বার্গার। তিনি জানালেন, বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে বড় করে দেখছেন না। শেন বার্গার বলেন, ‘আমরা আমাদের সেরাটা খেলতে পারলে আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। ছোট্ট এই ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে ব্যবধান খুব একটা থাকে না। আমরা ঠিকমত মাঠে খেলতে পারলে যে কাউকে হারাবো, সেটা বাংলাদেশ, ওমান কিংবা পাপুয়া নিউগিনির যে-ই হোক।’ বাংলাদেশ সম্পর্কে স্কটল্যান্ড কোচ আরো বলেন, ‘এই গ্রুপের খেলায় আমরা বাংলাদেশকে পাপুয়া নিউগিনি কিংবা ওমান থেকে খুব বড় করে দেখছি না। এতটুকু বলতে পারি আমরাই ওদের সবথেকে বড় ও কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের দিকেই দেখছি, আমরা চাইবো স্কটল্যান্ড নিজেদের মত খেলুক, তাহলেই কোনো প্রতিপক্ষই সমস্যা হবে না।’ সূত্র: ক্রিকইনফো