April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 23rd, 2022, 7:38 pm

“বাংলাদেশকে হারালে সেটা ‘অঘটন’ হবে না”

অনলাইন ডেস্ক :

গ্রুপ ‘এ’ থেকে সুপার টুয়েলভে নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। আগামীকাল সোমবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সাকিব আল হাসানের দলটিই সবচেয়ে ভাঙাচোরা। যে দল নিয়ে কোনো স্বপ্ন দেখাও মুশকিল। হোবার্টে বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টায় মুখোমুখি হবে এ দুই দল। সুপার টুয়েলভে ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে খেলতে হবে ডাচদের। তবে তাদের টার্গেট বাংলাদেশ ও জিম্বাবুয়ে! ঘরের মাঠে ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১ উইকেটে জিতেছিল নেদারল্যান্ডস। তবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ দেখায় জিততে পারেনি। রোববার (২৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের অভিজ্ঞ ব্যাটসম্যান টম কুপার বলেছেন, ‘সুপার টুয়েলভে কিছু শক্তিশালী দল আছে। তবে (বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে) আমরা সুযোগ দেখছি। আমরা কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে এসেছি। বাংলাদেশ মাত্র শুরু করছে। তাদের একটি (প্রস্তুতি) ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। আর আমরা খেলার মধ্যেই আছি। ’প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহ করলেও এই ম্যাচ না জেতার কোনো কারণ দেখছেন না কুপার, ‘আপনারা বলছেন এটি (বাংলাদেশের বিপক্ষে জিতলে) হয়তো অঘটন হবে। কিন্তু আমি সেভাবে দেখছি না। আমরা এখানে লড়াই করতে এসেছি। অতীতে আমরা তাদের বিপক্ষে সমানে সমান খেলেছি। আজ সোমবার তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছি না। আশা করি আমরা তাদেরকে অপ্রস্তুত অবস্থায় শিকার করতে পারব এবং দারুণভাবে সুপার টুয়েলভ শুরু করতে পারব। ’কুপার বাংলাদেশের ‘প্রশংসা’ করে বলেছেন, ‘এখানে সহজ ম্যাচ বলতে আসলে কিছু নেই। আমরা প্রথম রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো থেকে অনেক আত্মবিশ্বাস নিচ্ছি। তারা (বাংলাদেশ) খুবই ভয়ানক দল। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমরা তাদের অতীত রেকর্ড নিয়ে মাথা ঘামাচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে। তাদের সঙ্গে আমাদের বেশ কিছু জমজমাট ম্যাচ আছে। তো আজ সোমবার লড়াই করে জিততে পারা দারুণ ব্যাপার হবে। ’