November 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 18th, 2024, 7:45 pm

বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষায় সহযোগিতা দেবে ইইউ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলিসহ প্রতিনিধি দল।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসে সৌজন্য এ সাক্ষাৎ করেন হোয়াটলিসহ প্রতিনিধিরা।

সাক্ষাতে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের নারীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের ভাষা শিক্ষা এবং বিভিন্ন দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করার বিষয়ে সহযোগিতা করতে চান। যাতে বাংলাদেশের নারীরা ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারেন।

এই সময় প্রতিনিধি দল সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের টিম লিডার জুরাটি স্মালস্কিসটি।

—-ইউএনবি