April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 2nd, 2022, 8:09 pm

বাংলাদেশি ফিল্মমেকার হয়ে যা বললেন ফারুকী

অনলাইন ডেস্ক :

বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার সকালে নিজের ফেসবুক হ্যান্ডেলে এমনটাই জানালেন গুণী এই নির্মাতা। এই ক্ষোভ আর বিরক্তি এসেছে তার নির্মিত একটি সিনেমাকে আটকে রাখার ফলে। ফারুকী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আপনারা দেখছেন আমি কতটা নিয়ন্ত্রণ করছি আমার আবেগ। এমনকি এবসোলিউট বুলশিটের উত্তরও না দিয়া কনফ্লিক্ট এড়াইয়া গেছি। কিন্তু সকালে একটা খবর পড়ে, যদিও খবরটা আগে থেকেই জানতাম, আমার রাগ, ক্ষোভ, অভিমান আর নিয়ন্ত্রণ করতে পারলাম না!’ বলিউডের ফারাজ ছবিটি মুক্তি পাচ্ছে উল্লেখ করে নির্মাতা বলেন, হোলি আর্টিজানের ওপর নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ দ্রুতই মুক্তি পাবে। আমার ভারতীয় ফেলো ফিল্মমেকার হানসাল মেহতার জন্য আমি আনন্দিত যে সে তার ছবিটা শেষ করে মুক্তি দিতে পারছে। হয়তো দ্রুতই আপনারাও সেটা দেখতে পারবেন। নিজের ক্ষোভ প্রকাশ করে ফারুকী বলেন, ‘একই সঙ্গে আমি একজন বাংলাদেশি ফিল্মমেকার হিসেবে অনুতপ্ত, ক্ষুব্ধ, বিরক্ত! আমার ছবিতে কোথাও হোলি আর্টিজান মেনশন করা নাই, আমার ছবিতে হোলি আর্টিজানের কোনো রিয়াল ক্যারেক্টার পোর্ট্রেইট করা হয় নাই, তার পরও ¯্রফে এই দেশের হতভাগা ফিল্মমেকার হওয়ার অপরাধে আমার ছবিটাকে সাড়ে তিন বছর আটকে রাখা হইলো। আমি কাকে অভিসম্পাত দিব? কাকে? কাকে?’