April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 8th, 2022, 7:44 pm

বাংলাদেশের কাছে সিরিজ হার প্রসঙ্গে যা বললেন দ্রাবিড়

অনলাইন ডেস্ক :

অনেক আশা নিয়েই রাহুল দ্রাবিড়কে ভারতের জাতীয় দলের কোচ করেছিলেন সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। কিন্তু তার আমলে ভারতের ক্রিকেট ব্যর্থতায় পর্যবসিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপর্যয়ের পর নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ হার ভারতীয় দলকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। দলের এই টানা ব্যর্থতা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। বাংলাদেশের কাছে প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খোয়ানোর পর দ্রাবিড় বলেন, ‘চোট-আঘাতের ফলে আমরা পুরো দল পাইনি। বারবার দলে পরিবর্তন আনতে হয়েছে। তার প্রভাব পড়েছে খেলায়। আশা করছি, জানুয়ারি থেকে দেশের মাটিতে সিরিজ শুরু হওয়ার আগে দলের সবাইকে পেয়ে যাব। জানুয়ারি থেকে আমাদের ৯টি ওয়ানডে ম্যাচ খেলতে হবে। আশা করছি তার আগে পুরো দল আমরা পেয়ে যাব। ’ দ্বিতীয় ওয়ানডেতে চোটে আক্রান্ত হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যান্ডেজ বাঁধা আঙুল নিয়েই পরে দুর্দান্ত ব্যাটিং করেছেন। কিন্তু শেষ ওভারে মুস্তাফিজের বিধ্বংসী বোলিং সামলে দলকে জেতাতে পারেননি। পরাজয়ের কারণ নিয়ে দ্রাবিড় আরো বলেন, ‘এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় গত দুই বছরে আমরা টি-টোয়েন্টিতে বেশি জোর দিয়েছিলাম। পরবর্তী ৮-১০ মাস আমাদের ওয়ানডে ম্যাচের ওপর বেশি নজর দিতে হবে। এভাবে ঘন ঘন ফরম্যাট পরিবর্তন হলে সমস্যার সৃষ্টি হয়। ’