April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 17th, 2023, 8:21 pm

বাংলাদেশের চোখ এবার হ্যাটট্রিক জয়ে

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মত আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-এ’তে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সের লড়াইয়ে নামতে চায় দিশা বিশ্বাসের নেতৃত্বাধীন দলটি। আগামীকাল বুধবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দিশা-প্রত্যাশা-স্বর্ণারা। দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। অধিনায়ক দিশা বিশ্বাস ২৫ রানে ও মারুফা আকতার ২৯ রানে ২টি করে উইকেট নেন। ১৩১ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দিলারা আকতার ৪০, সুমাইয়া আকতার ৩১, আফিয়া প্রত্যাশা ২৪ ও স্বর্ণা আকতার ২৩ রান করেন। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যাটারদের দৃঢ়তায় ১০ রানে ম্যাচ জিতে সুপার সিক্সের টিকিট নিশ্চিত করে তারা। প্রত্যাশা ৪৩ বলে ৫৩ ও স্বর্ণা ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন। ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় সংগ্রহ পায় তারা। জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। বাংলাদেশের মারুফা আকতার ১৯ রানে নেন ২ উইকেট। চার গ্রুপ থেকে শীর্ষ তিন দল ‘সুপার সিক্স পর্বে’ খেলবে। আগামী শনিবার থেকে শুরু হবে সুপার সিক্স পর্ব।