November 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 9:08 pm

বাংলাদেশের জ্বালানি খাতে আরও ব্রিটিশ বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

ছবি: পি আই ডি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার বাংলাদেশে বিশেষ করে গ্যাস ও জ্বালানি খাতে বিনিয়োগের জন্য ব্রিটিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত নতুন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূতকে আজ (বৃহস্পতিবার) সকালে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

রাষ্ট্রদূতকে স্বাগত জানানোর সময় রাষ্ট্রপতি বলেন, ‘ব্রিটেন বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। যুক্তরাজ্য দেশের অর্থনৈতিক ও কারিগরি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি ১৯৭২ সালে পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর প্রথম লন্ডনে যাওয়ার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অবিশ্বাস্য সম্মান প্রদর্শনের জন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ এবং ব্রিটেনের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘এরপর থেকে বাংলাদেশ ও যুক্তরাজ্য একসঙ্গে পথ চলা শুরু করে… এবং সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ত্বরান্বিত হয়েছে।’

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের অংশীদারিত্ব বর্তমানে একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন যে তার দেশ এর অব্যাহত উন্নয়ন ও অগ্রগতিতে সবসময় পাশে থাকবে।

হাইকমিশনার কুক তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে।

বৈঠকে বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও উপস্থিত ছিলেন।

—-ইউএনবি