March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 8th, 2023, 8:20 pm

বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ চান নেপাল কোচ

অনলাইন ডেস্ক :

প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই লক্ষ্য নিয়ে বলতে গিয়ে নেপাল কোচ দিলেন প্রতিশোধ নেওয়ার হুংকার! যদিও স্বাগতিক বাংলাদেশকে সমীহ করলেন, তবে ইয়াম প্রসাদ গুরং ট্রফি নিয়ে দেশে ফেরার আশাবাদ জানালেন প্রত্যয়ী কণ্ঠে। গত বছর জামশেদপুরে সাফের এই প্রতিযোগিতা হয়েছিল অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মেয়েদের নিয়ে। সেবার রাউন্ড রবিন লিগে দুই ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। এবার অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে হওয়া প্রতিযোগিতায়ও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায় নেপালকে ৩-১ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। অপরাজিত থেকে ফাইনালে ওঠা বাংলাদেশের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার আকাক্সক্ষা নিয়ে মাঠে নামার কথা জানালেন গুরং। “আগামীকাল ফাইনাল; আশা করি আমরা প্রতিশোধ নিতে পারব এবং আগামীকাল (বৃহস্পতিবার) আমরা জিতব।” “মাঠ, দর্শক এবং অন্যান্য দিকে বাংলাদেশ এগিয়ে থাকবে। আমরা আগামীকাল ভিন্ন উপায়ে খেলব, ভিন্ন কৌশলে খেলব। সবকিছু বদলাবে। আমরা বাংলাদেশের দুর্বল দিক জানি এবং তাদের সেই দুর্বল দিক আমাদের জন্য সুবিধার।” প্রতিযোগিতার গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে ফাইনালের মঞ্চে এসেছে নেপাল। ওই জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করেন নেপাল কোচ। জানালেন, ফাইনাল নিয়ে কোনো চাপ অনুভব না করার কথাও। “এটা চাপ হিসেবে নিচ্ছি না। ভারত ম্যাচে প্রথমার্ধের পর মেয়েদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমার কৌশল বুঝেছে এবং সেটা বাস্তবায়ন করেছে। জানি বাংলাদেশ ভালো দল, কিন্তু ফাইনালে দুই দল ফিফটি-ফিফটি।” নেপাল অধিনায়ক প্রীতি রায়ের গত বছর সিনিয়র সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারের অভিজ্ঞতা হয়। এবার একইরকম অভিজ্ঞতা হয়েছে রাউন্ড রবিন লিগে। ফাইনালে তার পুনরাবৃত্তি চান না কোনোভাবেই। “আমি মনে করি, ফাইনালে উঠতে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা সতীর্থরা সবাই সবকিছু এবং ট্রফি পাওয়ার যোগ্য। আমি মনে করি, এবার আমরা ট্রফিটা ঘরে নিতে পারব।”