অনলাইন ডেস্ক :
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে সাউথ আফ্রিকা। স্বাগতিকদের শক্তিশালী স্কোয়াডে জায়গা পেয়েছেন আইপিএলে দল পাওয়া আট ক্রিকেটার। ফিটনেস ঘাটতির কারণে বাদ পড়েছেন এনরিচ নর্টজে ও সিসান্দা মাগালা। টেম্বা বাভুমা থাকবেন নেতৃত্বে। আইপিএলে দল মেলা ক্রিকেটাররা হলেন- কাগিসো রাবাদা, লুনগি এনগিডি, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস এবং মার্কো জানসেন। চলতি মাসের ১৮ থেকে ২৩ মার্চ সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। পরে তিন দিনের বিরতি দিয়ে আইপিএলের জন্য দেশ ছাড়বেন ওই আট ক্রিকেটার। পরে ৩১ মার্চ থেকে দুই ম্যাচের টেস্টে সিরিজে বাংলাদেশের বিপক্ষে নামবে প্রোটিয়া দল। ডিন এলগার টেস্টে নেতৃত্ব দেবেন। সাদা পোশাকের স্কোয়াড এখনও ঘোষণা করেনি দেশটির বোর্ড। সাউথ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশভ মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিলে ফেলুকোয়ও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রসি ফন ডার ডুসেন, কাইল ভেরনানে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা