বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সুযোগের সদ্ব্যবহার এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ককে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।
রাষ্ট্রদূত হাস বলেন, ‘বাংলাদেশ যেভাবে অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা ঠিক ততটা দ্রুত এগিয়ে যেতে প্রস্তুত।’
শুক্রবার সন্ধ্যায় এএম টক এর ফেসবুক পেজে প্রকাশিত তাদের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন, বাণিজ্য এবং জনগণের মধ্যে সম্পর্কসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
—-ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র