November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 8:24 pm

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) স্বল্পমূল্যের এয়ারলাইন হিসেবে আবুধাবি ও ঢাকা/চট্টগ্রামের মধ্যে আবুধাবিভিত্তিক উইজ এয়ার ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইউএই’র সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে।

তিনি রাষ্ট্রদূতের কথা শুনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মোমেন বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।

ইউএই’র রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।

তিনি বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ফার্মাসিউটিক্যালস, আইটি, বনায়ন ও ম্যানগ্রোভ বনের জন্য জোট ইত্যাদি বিষয়ে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিতব্য কপ-২৮-এ বাংলাদেশের সমর্থনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।

পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।

মোমেন বলেন, রাষ্ট্রদূত থাকাকালে পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।

তিনি সংযুক্ত আরব আমিরাতকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে রূপান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এক্সপো ২০২০ দুবাইয়ের দর্শনীয় আয়োজনের জন্য পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে নেতৃত্বকে ধন্যবাদ জানান।

—-ইউএনবি