November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 17th, 2023, 8:11 pm

‘বাংলাদেশের সামর্থ্য নেই ভারতকে হারানোর’

অনলাইন ডেস্ক :

বৃহষ্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে দুই দলের অবস্থান দুই মেরুতে। টানা তিন জয়ে আত্মবিশ্বাসে উড়ছে ভারত। উল্টো দিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর পরের দুই ম্যাচে বেশ ছন্নছাড়া দেখা গেছে বাংলাদেশ দলকে। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার দুয়ে দুয়ে চার মিলিয়ে মনে করছেন বাংলাদেশ দল তাদের সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না। দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে স্টার স্পোর্টসে অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের উত্তরে সঞ্জয় মাঞ্জরেকার বলেন,‘ সেরা ক্রিকেট খেলেও ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশের সেই সামর্থ্যই নেই।’ যদিও সবশেষ ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমনকি সবশেষ সাক্ষাতেও (এশিয়া কাপ) জয়ী সাকিব আল হাসানের দল।

২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ম্যাচ হয়েছে চারটির তিনটিই জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যানের হিসাব-নিকাষ মাঞ্জরেকারেরও জানা আছে। তবে বিশ্বকাপে দুই দলের উল্টোযাত্রা দেখে মাঞ্জরেকারের বিশ্লেষণ, ‘আমার মনে হয় না, ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো সেই সামর্থ্য বাংলাদেশের আছে। তাদের সেই ভারসাম্য নেই, যেটা ভারতের আছে। ভারতের ব্যাটিং গভীরতা, পেস বোলিং, লেগ স্পিনার-সবই আছে। বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারে। কিন্তু আমার মনে হয়, তাদের (বাংলাদেশের) সেরাটাও যথেষ্ট নয় (ভারতকে হারাতে)। দয়া করে আমাকে ক্ষমা করুণ।