November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 23rd, 2024, 7:59 pm

বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সৌদি আরবের আরও বিনিয়োগ প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, সৌদি আরব ও এর জনগণ বাংলাদেশের হৃদয়ের খুব কাছের।

তিনি বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে আছে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সৌদি রাষ্ট্রদূত।

পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।

বার্তায় যুবরাজ বাংলাদেশের উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের আটটি বিভাগে আটটি মসজিদ ও ইসলামিক ভাষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার দেশের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ঢাকায় ইনস্টিটিউট স্থাপনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে বের করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সৌদি রাষ্ট্রদূত বলেন, তারা আগামী দিনগুলোতে হজ ও ওমরাহ হজের প্রক্রিয়া সহজ করার ব্যবস্থা নিচ্ছেন।

তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে সৌদি আরব ও বাংলাদেশ।

রাষ্ট্রদূত অন্যান্য পেশাজীবীদের পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

—-ইউএনবি