March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 13th, 2023, 7:49 pm

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোন বাধা নেই

অনলাইন ডেস্ক :

গত রোববার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার এ ঐক্যমত্যে পৌঁছায়। ওই বৈঠকে উপস্থিত থাকা সংগঠনগুলোর বেশ কয়েকজন সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা বলেন, আলোচনায় এই বিষয়ে ঐক্যমত্য হওয়া গেছে যে দেশে হিন্দি সিনেমা আমদানি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়। বরং বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যেতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয়, হিন্দি সিনেমা মুক্তির ওপর আপত্তি তুলে নেয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো ১৯টি সংগঠনের পক্ষ থেকে শীঘ্রই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি দেয়া হবে। ফলে দেশে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির পথে আর কোনো বাধা থাকছে না। প্রসঙ্গত, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ‘পাঠান’ সিনেমা আমদানির অনুমতি চাওয়া হয়েছিল। তবে নীতিমালায় কিছু জটিলতা থাকার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠন, নির্মাতা, পরিচালক-প্রযোজক দেশে হিন্দি সিনেমা আমদানির বিরোধিতা করেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। সমস্যা সমাধানে বৈঠকেও বসে মন্ত্রণালয়। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে।