যুক্তরাষ্ট্র আবারও বলেছে, তারা বাংলাদেশে কোনো পক্ষ নেয় না এবং দেশে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নির্বাচন দেখতে চায়।
ইউএনবির এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেন, ‘আমরা বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে পছন্দ করি না বা পক্ষ নেই না। আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের নিজেদের নেতা নির্বাচন করতে সক্ষম হোক।’
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর, রাষ্ট্রদূত পিটার হাস এবং অন্যান্যরা বহুবার এ কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রের ‘আল্টিমেটাম’ নিয়ে একটি প্রতিবেদনের প্রতি দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করা হলে মুখপাত্র এ মন্তব্য করেন।
ওই প্রতিবেদন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে ইউএনবির পক্ষ থেকে প্রশ্ন করা হয়- আন্তর্জাতিক শৃঙ্খলায় বিশ্বাসী যুক্তরাষ্ট্র কীভাবে অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশের ক্ষেত্রে এ ধরনের তৎপরতা চালাতে পারে? এটি কি কোনো রীতিতে পড়ে? পাকিস্তানের ক্ষেত্রে এ ধরনের তথ্য শোনা গিয়েছিল। দূতাবাস কি ভারতীয় গণমাধ্যমের ওই খবরের বিষয়ে মন্তব্য করবে?
তিনি বলেন, ‘বাংলাদেশে বন্ধ হওয়া অনলাইন প্রতিবেদনটি সম্পর্কে আমরা অবগত আছি। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার যেমনটা গতকাল বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে।’
তাকে উদ্ধৃত করে দূতাবাসের মুখপাত্র বলেন, নির্বাচন কেবল নির্বাচনের দিন কীভাবে পরিচালিত হয় তা নিয়ে নয়, বরং সুশীল সমাজ, গণমাধ্যম এবং অন্যান্য অংশীজনদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধে জড়িত হওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ