September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:18 pm

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক :

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আগামীকাল মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। রোববার (২রা এপ্রিল) এই টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে টেস্ট ম্যাচটি। ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউজ ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা নির্ধারিত করেছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে বিসিবি। টেস্টেও অনলাইনে টিকিট কাটতে পারবে দর্শকরা। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে ব্যক্তিগত মোবাইল নম্বর নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে একজন সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেওয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে।