November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 29th, 2023, 7:50 pm

বাংলাদেশ এখনই ব্রিকসের সদস্য হওয়ার অনুরোধ করেনি: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

ব্রিকসের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এখনই কোনো অনুরোধ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা এখনই কাউকে আমাদের (ব্রিকসের) সদস্য করার জন্য বলতে যাইনি।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর এবং সেখানে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ব্রিকস নেতারা অবশ্য আরও ৬ দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। দেশগুলো হলো- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেন, এটা নিয়ে হায়-হুতাশ হবে জানি। কিন্তু বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা কিন্তু ঠিক না।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে গত ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

—-ইউএনবি