April 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 7th, 2023, 7:44 pm

বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি: আইএমএফ দল

প্রতীকী ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফরকারী দল বলেছে, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি বর্ধনশীল।

রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের জন্য আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ বলেছেন:‘একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পটভূমিতে, বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি। তবে ক্রমাগত মুদ্রাস্ফীতির চাপ, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা এবং প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর ধীরগতি বাংলাদেশের প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং টাকার মানের ওপর প্রভাব ফেলবে।’

সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক ও আর্থিক খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করতে আনন্দের নেতৃত্বে দলটি ২৫ এপ্রিল ঢাকায় পৌঁছেছে।

প্রতিনিধি দলটি আইএমএফ-সমর্থিত কর্মসূচির অধীনে মূল প্রতিশ্রুতি পূরণের ব্যাপারেও অগ্রগতি দেখেছে।

আনন্দের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি আনুষ্ঠানিকভাবে বর্ধিত ক্রেডিট সুবিধা (ইসিএফ) /বর্ধিত তহবিল সুবিধা (ইএফএফ) / স্থিতিস্থাপকতা এবং টেকসই সুবিধা (আরএসএফ) ব্যবস্থার প্রথম পর্যালোচনাতে মূল্যায়ন করা হবে, যা এই বছরের শেষের দিকে করা হবে বলে আশা করা হচ্ছে।’

সফরকালে আইএমএফ দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন এবং অন্যান্য সরকারি ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

প্রতিনিধি দলটি বেসরকারি খাতের প্রতিনিধি, দ্বিপক্ষীয় দাতা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সাক্ষাৎ করেছে।

—-ইউএনবি