November 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 28th, 2022, 7:54 pm

বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের নাম ঘোষণা

অনলাইন ডেস্ক :

দল ঘোষণার পর সফরপূর্ব সংবাদ সম্মেলনে জানানো হল বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের নাম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল ও সাদা বলের দুই সংস্করণে (ওয়ানডে ও প্রথম শ্রেণি) বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। তিন সংস্করণে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করে আসছিলেন মিঠুন। এখন অবশ্য নেই কোনটিতেই। মিঠুনের দলে ছিটকে পড়া এরকম ক্রিকেটারদের মধ্যে আছেন সৌম্য সরকার, সাব্বির রহমানরা। উইন্ডিজ সফরকে নিজেদের ফেরার মঞ্চ হিসেবে না দেখে দলগত পারফরম্যান্স মুখ্য মিঠুনের কাছে, ‘ওখানে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। এজন্য অনেক সেক্টরেই চ্যালেঞ্জ আসবে ও তা পার করতে হবে। এখানে এক-দুইজন দিয়ে হবে না। শেষদিকে টেলএন্ডারদেরও জয়ের জন্য রান করতে হবে। বোলারদেরও কাজ করতে হয়।’ ‘যদি আমরা দল হয়ে সবার কাজ সঠিক সময়ে করতে পারি, তাহলে জেতা সম্ভব। এজন্য ছোট ছোট কাজে সফল হতে চাই। ব্যক্তি পারফরম্যান্সের থেকে দল হয়ে কীভাবে পারফর্ম করতে পারি সেখানে ফোকাস রাখছি। এটা ধরে রাখতে পারলে ইতিবাচক কিছু হবে অবশ্যই।’ শুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে বাংলাদেশ ‘এ’। কোচ থাকছেন মিজানুর রহমান বাবুল। নির্বাচক আবদুর রাজ্জাক যাচ্ছেন সঙ্গে। ২০১৯ সালের পর সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সফরকারীরা। সব ম্যাচই সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। ৪ আগস্ট থেকে শুরু প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট। ১৬, ১৮ ও ২০ আগস্ট হবে একদিনের সিরিজের তিন ম্যাচ।
চার দিনের ম্যাচের দল
সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী, এনামুল হক।
একদিনের ম্যাচের দল
সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।