November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 24th, 2021, 8:06 pm

বাংলাদেশ দলে কানাডায় খেলা ফুটবলার

অনলাইন ডেস্ক :

আগামী মাসে কিরগিজস্তানে ট্রাই নেশন ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অন্য দুটি দল হলো ফিলিস্তিন ও কিরগিজস্তান। এই সুযোগে পরীক্ষা-নিরীক্ষার পথে হেঁটেছেন কোচ জেমি ডে। দলে ডেকেছেন আরও একজন প্রবাসী ফুটবলারকে। কানাডা প্রবাসী সেই ফুটবলারের নাম রাহবার ওয়াহেদ খান। এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পেতে তার দল টরেন্টোর সেমি পেশাদার দল নর্থ টরেন্টো নিট্রোস ক্লাবকে এরইমধ্যে চিঠি দেওয়া হয়েছে। কানাডা থেকে তাকে কিরগিজস্তানে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে জাতীয় দলের কোচ জেমি ডেবলেছেন, ‘রাহবার খানের ভিডিও দেখে তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। এখন দেখা যাক, সে কতটুকু দলের সঙ্গে মানিয়ে নিতে পারে।’ ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল জামাল ভূঁইয়ার। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার এরইমধ্যে লাল-সবুজ জার্সিতে ৫১টি ম্যাচ খেলে ফেলেছেন। করেছেন অধিনায়কত্বও। এ ছাড়া ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হানও আছেন দলে।