April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 21st, 2021, 7:48 pm

বাংলাদেশ ফুটবল দলে প্রধান কোচের দায়িত্বে মারিও লেমস

নিজস্ব প্রতিবেদক:

সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিংয়ে পরিবর্তন আসে। জেমি ডে’কে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় অস্কার ব্রুজনকে। খ-কালীন দায়িত্ব নিয়ে সাফ শেষ করেছেন এই স্প্যানিশ কোচ। সামনে আরেকটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে হতে যাওয়া চারজাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের ডাগ আউটে আবারও পরিবর্তন আসছে। এবার প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মারিও লেমস। জাতীয় দলের টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদনিশ্চিত করেছেন বিষয়টি। নভেম্বরে শ্রীলঙ্কায় হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকশে ট্রফি। চার দেশ নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতায় লেমসকে দায়িত্ব দিয়েছে বাফুফে। বর্তমানে আবাহনী লিমিটেডের কোচের দায়িত্ব সামলানো এই পর্তুগিজকে এই একটি প্রতিযোগিতার জন্যই খ-কালীন দায়িত্ব দেওয়া হয়েছে। ইংলিশ কোচ জেমি ডে’কে ছুটিতে পাঠিয়েছে বাফুফে। তার জায়গায় সাফে দলের দায়িত্ব দেওয়া হয় ব্রুজনকে। মালদ্বীপের প্রতিযোগিতায় ফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কাড়ে। যদিও ব্রুজন বসুন্ধরা কিংসের হয়ে কাজ করছেন, তাই চুক্তি অনুযায়ী সাফ শেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন। এখন নতুন করে শ্রীলঙ্কার প্রতিযোগিতায় দায়িত্ব তুলে দেওয়া হলো ৩৫ বছর বয়সী লেমসের হাতে। পর্তুগিজ কোচ লেমস আগেও জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ফিটনেস কোচ হিসেবে। আর এবার হেড কোচ হিসেবে নতুন দায়িত্বে থাকবেন। তার নিয়োগ প্রসঙ্গেকাজী নাবিল বলেছেন, ‘জাতীয় দলের বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবগুলোর কোচ দেওয়া হচ্ছে। লেমসকে এবার শ্রীলঙ্কায় চারজাতি প্রতিযাগিতায় কোচ করা হয়েছে। তার অধীনে শ্রীলঙ্কাতে খেলবে বাংলাদেশ।’ লেমসের অধীনে আবাহনী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে, যা তাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়াতে ‘প্লাস পয়েন্ট’ হিসেবে কাজ করেছে। কাজী নাবিলের ভাষায়, ‘লেমস কয়েক বছর ধরে এখানে কাজ করছে। সব খেলোয়াড়কে চেনা আছে। আমাদের খেলা সম্পর্কে ধারণা আছে। আবাহনীর হয়ে ফেডারেশন কাপে সাফল্য পেয়েছে। এএফসি কাপেও সাফল্য আছে। যে কারণে আমরা তাকে পছন্দ করেছি।’ আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই দক্ষিণ কোরিয়া থেকে লেমস ঢাকায় চলে আসবেন। কাজী নাবিল বলেছেন, ‘লেমস এখন কোরিয়াতে আছে। দুই-তিন দিনের মধ্যে চলে আসবে। ২৫ অক্টোবর থেকে অনুশীলন শুরু হবে। নতুন তালিকায় দুই-তিনজন খেলোয়াড় যোগ হতে পারে। আশা করছি, লেমসের অধীনে সাফল্য পাবে দল। মালদ্বীপের সাফে ভাগ্য খারাপ ছিল। দ্বারপ্রান্ত থেকে ফেরত এসেছি। শ্রীলঙ্কায় সাফল্য আসবে।’ জেমি ডের জায়গায় ঢাকার ক্লাবগুলোর কোচদের জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে কোচ ছিলেন অস্কার ব্রুজন। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলে মারুফুল হক কাজ করছেন। আর এবার নভেম্বরে শ্রীলঙ্কার চারজাতি প্রতিযোগিতায় কোচ করা হয়েছে আবাহনীর লেমসকে।