বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে চলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। সংশ্লিষ্ট কর্মকর্তারা মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি জানিয়েছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের মুখে পর গত ৯ আগস্ট গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
৭২ বছর বয়সী আহসান এইচ মনসুর বর্তমানে থিংক ট্যাংক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। দেশের আর্থিক খাতের বিশ্লেষক হিসেবে তিনি সুপরিচিত।
—–ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি